WEST BENGAL ASSEMBLY ELECTIONS-2011

REELECT LEFT FRONT GOVERNMENT OF WEST BENGAL FOR 8TH SUCCESSIVE TERM TO SAVE DEMOCRACY AND LEFTISM IN INDIA

Wednesday, April 9, 2014

টেট পরীক্ষায় দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে আবেদনকারীরা জানিয়েছেন, কলকাতা হাইকোর্টে বিচারপতি প্রণবকুমার চ্যাটার্জির নেতৃত্বে ডিভিশন বেঞ্চে টেট পরীক্ষা সংক্রান্ত দায়ের হওয়া পৃথক একটি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না বাগচী একটি হলফনামায় বিভিন্ন সময় পরীক্ষার্থীর সংখ্যা নিয়ে বিভিন্ন রকমের তথ্য দিয়েছেন। কখনও বলা হয়েছে ৫৫লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছেন। কখনও বলা হয়েছে ৪৫লক্ষ পরীক্ষার্থী ছিল, আবার কখনও বলা হয়েছে ৩০লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। আবার যখন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে তখন বলা হয়েছে ১৮লক্ষ পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হয়েছে। অন্যদিকে বলা হয়েছে পরীক্ষার্থীদের কাছে ফরম বিক্রি করে ৫৫কোটি টাকা পাওয়া গেছে।

No comments:

Post a Comment