WEST BENGAL ASSEMBLY ELECTIONS-2011

REELECT LEFT FRONT GOVERNMENT OF WEST BENGAL FOR 8TH SUCCESSIVE TERM TO SAVE DEMOCRACY AND LEFTISM IN INDIA

Showing posts with label SSC. Show all posts
Showing posts with label SSC. Show all posts

Wednesday, April 9, 2014

টেট পরীক্ষায় দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে মামলার আবেদনে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষার্থীর সংখ্যা নিয়েও চরম বিভ্রান্তি ছড়িয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া তথ্যের মধ্যেও বিরাট গরমিল আছে। এমনকি জানা গেছে, চাকরি দেওয়ার ক্ষেত্রে আর্থিক লেনদেনও হয়েছে। সামগ্রিকভাবে রাজ্যে টেট পরীক্ষা নিয়ে আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

টেট পরীক্ষায় দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে আবেদনকারীরা বলেছেন, প্রকৃত অবস্থায় দেখা গেছে, টেট পরীক্ষা নিয়ে বহু অনিয়ম হয়েছে। পরীক্ষা দিয়ে ভালো ফল করেও চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মী, সমর্থক এবং ঐ রাজনৈতিক দলের পরিবারের লোকজন চাকরি পেয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য এবং পর্ষদের দক্ষিণ ২৪পরগনা জেলার সভাপতি সুরঞ্জনা চক্রবর্তী প্রকাশ্যে যে কথা বলেছেন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। বেছে বেছে চাকরি দেওয়া হয়েছে। মেধা এবং টেট পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীদের যোগ্যতা বিবেচনা করা হয়নি।